ভালুকায় ২ মাস ২২ দিন পর খন্ডিত হাত-পায়ের হাড় ও মাথার খুলি উদ্ধার

ভালুকানিউজ ডটকম, বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় খুন হওয়ার দীর্ঘ ২ মাস ২২ দিন পর রোববার (৫ফেব্রুয়ারী) সন্ধ্যায় ডিবি পুলিশ উপজেলার কালিচালা গ্রামে একটি কুপের ভিতর থেকে আবুল হাসেম নামে এক ভ্যান চালকের খন্ডিত ২ হাত, ২ পায়ের হাড় ও মাথার খুলি উদ্ধার করেছে।
ময়মনসিংহ ডিবি পুলিশের এস আই পরিমল চন্দ্র দাস জানান, মোবাইল ফোনের সূত্র ধরে (২ফেব্রুয়ারী) রোববার ভোরে দিনাজপুর জেলার বীরগঞ্জ থেকে ভালুকার আঙ্গারগাড়া কালিরচালা গ্রামের মৃত আঃ গনির ছেলে ছাইফুল ইসলামকে গ্রেফতার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে রোববার সন্ধ্যায় ভালুকার কালিরচালা গ্রামে জনৈক জুয়েলের বাড়ীর দক্ষিনপার্শ্বে একটি কুয়ার ভিতর থেকে নিহত আবুল হাসেমের মাথার খুলি, দুই হাত ও দুই পায়ের হাড় উদ্ধার করা হয়। উল্লেখ্য গত (১৮নভেম্বর) শুক্রবার দুপুরে ভালুকা উপজেলার আঙ্গারগাড়া কালিরচালা গ্রামে পোল্ট্রি খামারের পাশে গর্তের পানি থেকে হাত, পা ও মস্তক বিহীন একটি লাশ উদ্ধার করে ভালুকা মডেল থানা পুলিশ। এর আগে (১৪নভেম্বর) ২০১৬ তারিখে আবুল হাসেম (৫৫) নিখোজ হয় বলে ভালুকা মডেল থানা তার পরিবারের পক্ষ হতে একটি সাধারণ ডায়রী করা হয়। (১৮নভেম্বর) শুক্রবার দুপুরে পোল্টি খামারের পাশে লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে হাত, পা ও মস্তক বিহীন গলিত লাশ উদ্ধার করা হয়। নিহতের পরিচয় পাওয়া যায়নি। ঘটনার সময় আবুল হাসেমের পরিবার লাশের গায়ের কাপড় ও কোমরের চাবি দেখে লাশ সনাক্ত করে নিহত ব্যাক্তি ভ্যান চালক আবুল হাসেম। নিহত আবুল হাসেমের বড় ভাই আঃ মান্নান বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ নিহত হাসেমের স্ত্রী আসমা ও মেয়ে মুক্তাকে গ্রেফতার করে। পরে মামলাটি ডিবিতে স্থানান্তরিত হলে নিহত হাসেমের স্ত্রীর পরকিয়া প্রেমিক হিসেবে আলোচিত ব্যাক্তি মাহমুদুল হাসান মাহাকে ডিবি পুলিশ গ্রেফতার করে।