শ্রীপুরে পরকিয়া প্রেমের অভিযোগে স্বামীর আত্মহত্যা
শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধি :শ্রীপুরে স্ত্রীর পরকিয়া প্রেমের কারণে স্বামী আবুল হাসান (২৯) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার পৌর এলাকার বেড়াইদেরচালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবুল হাসান জয়পুরহাট জেলার কালাই থানার হারুন বাজার গ্রামের আব্দুল হেকিমের ছেলে। জানা যায় , বেড়াইদের চালা গ্রামে খসরু আলমের বাড়ীতে আবুল হাসান তার স্ত্রী ফাতেমা আক্তার ও একপুত্রকে নিয়ে ভাড়া থেকে রাজমিস্ত্রির কাজ করতেন। বৃহস্পতিবার দুপুরে স্ত্রীর পরকিয়া প্রেমের কারণে অভিমান করে ঘরের ধর্নার সাথে বিদ্যুতের তার গলায় পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। খবর পেয়ে শ্রীপুর মডেল থানার এস.আই আব্দুস ছাত্তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।