শিরোনামহীন
ঝিনাইগাতীতে সেতু নির্মাণ কাজের উদ্বোধন
মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী: শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের ঘাগড়া দরগাড় এলাকায় তেতুলতলা পাইকুড়া সড়কে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রালয়ের অর্থায়নে ৫০ফুট দীর্ঘ একটি সেতুর ডালাই উদ্ধোধন করা হয়। ১৬ফেব্রুয়ারী বৃহস্পতিবার ৪০লাখ ৯৪হাজার টাকা ব্যায়ে সেতুর নির্মাণ কাজের আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার এ.জেড.এম শরীফ হোসেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী আতাউর রহমান, হাতিবান্ধা ইউপি চেয়ারম্যান নূরল আমিন দোলা, সাংবাদিক গোলাম রব্বানী(টিটু) ও রাজু আহাম্মেদ মহির প্রমুখ। সেতু নির্মাণ কাজ শেষ হলে ঝিনাইগাতী সদর ইউনিয়ন ও হাতিবান্ধা ইউনিয়নের মাঝপাড়া, শাঁখপাড়া, বেলতৈল সহ কয়েকটি গ্রামের জনসাধারণ এর সুফল ভোগ করবে।