আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট কেন অবৈধ নয়

ঢাকা: আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে দেশের অভ্যন্তরে চলমান পরিবহন ধর্মঘট প্রত্যাহার এবং ধর্মঘটের সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে রুল দিয়েছেন আদালত।
আগামী ৩ সপ্তাহের মধ্যে রুলের জবাব এবং ২ সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে নৌ সচিব, পরিবহন সচিবসহ সংশ্লিষ্ট ১৭ জনকে নির্দেশ দেন হাইকোর্ট।
বুধবার এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।
এর আগে বুধবার সকালে পরিবহন শ্রমিকদের ধর্মঘট আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়।
আইনজীবী মনজিল মোরসেদ রিট আবেদনের মাধ্যমে পরিবহন ধর্মঘট প্রত্যাহার না করলে মালিকদের লাইসেন্স বাতিলের নির্দেশনা চান। এ ছাড়া অঘোষিত এই পরিবহন ধর্মঘট কেন অবৈধ ঘোষণা করা হবে না- এই মর্মে রুল জারির নির্দেশনা চাওয়া হয়।
উল্লেখ্য, ২০১১ সালে মানিকগঞ্জে তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের ঘটনায় বাসচালক জামির হোসেনের যাবজ্জীবন সাজার প্রতিবাদে রোববার খুলনা বিভাগের দশ জেলায় ধর্মঘট শুরু করে চালক-শ্রমিকরা।
সোমবার প্রশাসনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা এলেও পরে শ্রমিকনেতারা কর্মসূচি বহাল রাখার কথা বলেন। সাভারে ট্রাকচাপা দিয়ে এক নারীকে হত্যার দায়ে সোমবার ট্রাকচালক মীর হোসেনের ফাঁসির রায় দেওয়া হয় ঢাকার আদালতে। এরপর মঙ্গলবার থেকে সারা দেশে বাস চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা।