নওগাঁয় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
ব্রেলভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ “ভোক্তার আস্থাশীল ডিজিটাল বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে নওগাঁয় বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০১৭ পালিত হয়েছে।
নওগাঁঃ
জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে সার্কিট হাউজ চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যলয়ে গিয়ে শেষ হয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. আমিনুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক মোসাঃ মাজেদা ইয়াসমিনের সভািেপতত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ রওশন আরা খানম, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আ,ত,ম আবদুল্লা হেল বাকী প্রমুখ।
পতœীতলাঃ
“ভোক্তার আস্থাশীল ডিজিটাল বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে পতœীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার উপজেলা সভাকক্ষে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা কৃষিকর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার, পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম, নির্মল কুমার ঘোষ, পতœীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী প্রমূখ।
পোরশাঃ
পোরশা উপজেলা প্রশাসনের উদ্বেগে বুধবার সকাল ১১টায় ভোক্তা অধিকার দিবসে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলামের নেতৃত্বে উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সমর কান্তি বশাক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ সাধারন সম্পাদক আলহাজ্ব মোফাজ্জল হোসেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, পঃপঃ কর্মকর্তা লুৎফর রহমান, পোরশা থানার এসআই আফজাল হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী বৃন্দ।
এ ছাড়াও জেলার অন্যান্য উপজেলা গুলোতেও বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।