বিভাগীয় খবরময়মনসিংহ

ঝিনাইগাতীতে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী ঃ স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে ১৭মার্চ শুক্রবার দিনব্যাপী শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে পালন করেন। সকাল ৯ঘটিকায় উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুস্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে দিবসের কার্যক্রম শুরু করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী সংসদ সদস্য আলহাজ প্রকৌশলী এ,কে,এম ফজলূল হকের নেতৃত্বে উপজেলা চত্তর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ শেষে পূনরায় উপজেলা চত্তরে এসে শেষ হয়। র‌্যালীতে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, মুক্তিযোদ্ধাগণ, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক, আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশাজীবি লোকজন অংশ গ্রহন করেন। র‌্যালী শেষে উপজেলা চত্তরে পল্লী উন্নয়ন কর্মকর্তা ফরহাদ আহম্মেদ আকন্দের সঞ্চালনায় এবং দ্বায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য আলহাজ প্রকৌশলী এ,কে,এম ফজলূল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ এস,এম,এ ওয়ারেজ নাইম, সাধারণ সম্পাদক এস,এম আমিরুজ্জামান লেবু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা কৃষি কর্মকর্তা কোরবান আলী, ওসি(তদন্ত) আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধার ডেপুটি কমান্ডার শামসুল আলম, জেলা পরিষদ সদস্য ও উপজেলা মহিলা আ’লীগের আহবায়ক আয়শা সিদ্দিকা রুপালী, মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, আ’লীগ নেতা বেলায়েত হোসেন ও ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক আহম্মেদ প্রমূখ। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।
ক্যাপশন ঃ ঝিনাইগাতীতে বঙ্গবন্ধুর ৯৮তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে র‌্যালীর একাংশ।

ঝিনাইগাতীতে ছাত্রলীগের উদ্দ্যোগে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী পালিত

মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী ঃ স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে পালন করা হয়। দিবসটি যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে বিভিন্ন কার্যক্রম পালন করা হয়। বিকালে বর্ণাঢ্য র‌্যালী শেষে ঐতিহাসিক আমতলায় দলীয় কার্যালয়ের সন্মুখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ এস,এম,এ ওয়ারেজ নাইম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সভাপতি জুনায়েত আহম্মেদ। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস,এস আমিরুজ্জামান লেবু, যুগ্ন সম্পদক শ্রী বিশ্বজিৎ রায়, সাংগঠনিক সম্পাদক হারুর উর রশিদ, ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আখতারুজ্জামান, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সোয়েব হাসান শাকিল, শেরপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ছাইদুল ইসলাম শাওন প্রমূখ। উক্ত আলোচনা সভায় সঞ্চালনা করেন, ছাত্রলীগ নেতা শাহরিয়ার খাঁন শাওন ও রাকিবুল হাসান শিমুল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button