“দেশকে ভালবাসুন জঙ্গিবাদকে প্রতিরোধ করুন” শিরোনামে নওগাঁয় পুলিশ সুপারের জঙ্গিবাদ বিরোধী লিফলেট বিতরন

ব্রেলভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ “দেশকে ভালবাসুন জঙ্গিবাদকে প্রতিরোধ করুন” শিরোনামে নওগাঁয় জেলা পুলিশের উদ্যোগে মঙ্গলবার পুলিশ সুপার মোজাম্মেল হক বিপিএম পিপিএম, এর নেতৃত্বে নওগাঁ শহরস্থ ঢাকা বাসস্ট্যান্ড, মুক্তির মোড় সহ শহরের বিভিন্ন স্থানে জনসাধারনের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।
এসময় পুলিশ সুপার বলেন, সম-সাময়িক বিশ্বে জঙ্গিবাদ মারাত্মক অপশক্তি হিসেবে আবির্ভুত হয়ে পৃথিবীকে এক অনিরাপদ আবাসস্থল করে গড়ে তুলতে চাইছে। তিনি বলেন, মুসলমানদের ঐতিহাসিক মদিনা সনদেও সুষ্পষ্ট ভাবে ঘোষণা দেওয়া হয়েছে শুধুমাত্র ভিন্ন ধর্মাবলম্বী হওয়ার কারণেই কারো প্রতি বৈষম্যমুলক আচরন করা যাবে না, শুধু পুলিশি তৎপরতা বা অভিযানই জঙ্গিবাদের বিপদ মোকাবিলার একমাত্র পথ নয়। জঙ্গিবাদ বা এধরনের চক্রে যাতে নতুন করে কেউ জড়াতে না পারে সেদিকে যেমন দৃষ্টি দিতে হবে, তেমনি যারা ইতিমধ্যেই এই চক্রে জড়িয়ে পড়েছে, তাদের ফিরিয়ে আনার জন্য সকলের সার্বিক সহযোগিতা লাগবে।
এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুহাম্মদ রাশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রকিবুল আক্তার, সহকারি পুলিশ সুপার প্রশাসন মতিয়ার রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার ডিএসবি ফারজানা হোসেন, ডিআইও (১) জেলা বিশেষ শাখা মোসলেম উদ্দিন, নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ তোরিকুল ইসলাম, ডিবি ওসি জাকিরুল ইসলাম, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।