ভালুকায় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে ছাত্র-জনতার ঢল!
বিশেষ প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সকে কেন্দ্র করে ভালুকা ডিগ্রী কলেজ মাঠ বৃহস্প্রতিবার(১৩এপ্রিল) সকাল থেকেই ছাত্র জনতার আগমনে লোকে লোকারণ্য হয়ে উঠে। যেনো তিল ধারনের ঠাঁই নেই। ভালুকা উপজেলা বিভিন্ন ইউনিয়ন,স্কুল-মাদরাসা,কলেজ ও রাজনৈতিক-সামাজিক স্তরের লোকজন এসে জড়ো হতে থাকে কলেজ মাঠে। একটু পরেই প্রধানমন্ত্রীর মতবিনিময় শুরু হবে এই আশায় সকলে ছিল অধীর আগ্রহ। এসে গেল সেই মহেন্দ্রক্ষন । প্রধানমন্ত্রীর ভাষন,উন্নয়নের কথা,স্থানীয় বিষয় নিয়ে অলোচনা হয়েছে এই কনফান্সে।
এ সময় মঞ্চের সামনে উপস্থিত ছিলেন- অধ্যাপক ডাঃ এম আমানউল্লাহ এমপি, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা, উপজেলা নির্বাহী অফিসার মোরারজী দেশাই বর্মন, ভালুকা পৌরসভার মেয়র ডাঃ মেজবাহ উদ্দিন কাইয়ুম,সাবেক উপজেলা চেয়ারম্যান কাজিম উদ্দিন আহমেদ ধনু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনিসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগন,সকল ইনিয়নের ইউপি চেয়ারম্যানগন,ময়মনসিংহ পল্লীবিদ্যুত সমিতির কর্মকর্তা,সাংবাদিক,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থীসহ দলীয় নেতা কর্মীরা ও ভালুকার সর্বস্তরের জনগন।