ডাকাতিয়াশিশু ভুবনসারা ভালুকা
তামাট গ্রামে রাস্তা সংস্কার কাজে শিশু-যুব সমাজ
ভালুকা নিউজ ডট কম; তামাট (ডাকাতিয়া) প্রতিনিধি: ভালুকা উপজেলার তামাট, টাসকা পাড়া গ্রামের যুবক ও শিশুদের যৌথ উদ্দোগে রাস্তার সংস্কার এর কাজ হয়েছে।
১৫ – ২২ বছরের শিক্ষার্থীরা স্ব উদ্যোগে রাস্তা সংস্কার কাজে অংশ নেয়। এসময় এলাকার গন্যমান্যদের উৎসাহ পেয়ে এলাকার যুবক ও শিশুরা উৎসাহিত হয়ে তারা আরো সমাজের স্বেচ্ছাশ্রমের এ উন্নয়ন মুলক কাজে অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন। এ সময় ফারুক, আলমগির, হাসান, আশরাফ, ইউসুফ, মোজাম্মেল সহ আরো১৫/২০ জন স্বেচ্ছাসেবী অংশ গ্রহন করে। ভালুকানিউজ ডটকম এসব কাজে উৎসাহিত করে।