হবিরবাড়ী ইউনিয়ন পরিষদে আগুন ৬লাখ টাকার ক্ষতি

ভালুকা নিউজ ডট কম; বিশেষ প্রতিনিধি: ভালুকা উপজেলার ১০নং হবিরবাড়ী ইউনিয়ন পরিষদে আগুন লেগে প্রায় ৬লাখ টাকার ক্ষতি হয়েছে।
জানা যায়, উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন পরিষদ কার্য্যালয়ের তথ্যসেবা কেন্দ্রে সোমবার (২৪ এপ্রিল) সকালে বৃর্ষ্টির সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্র পাত হয়ে কেন্দ্রে থাকা ১টি আইপিএস, ২টি কম্পিউটার, ২টি প্রিন্টার, ১টি ফটোকপি মেশিন, ১টি মাল্টিমিডিয়া প্রজেক্টও, ১টি স্ক্যানার, ১টি লেমেনিটিং মেশিনসহ চেয়ার টেবিল ও মূল্যবান কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। এ সময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনে।
এ ব্যাপারে হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চু জানান, আগুনে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হতে পারে।
ভালুকা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর রেজাউল করিম জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিক অবস্থায় মনে হয় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। আর এতে ক্ষতির পরিমাণ ৫লাখ টাকা হতে পারে।