আজ ৫৮ ইউপিতে ভোট গ্রহণ চলছে

ভালুকা নিউজ ডট কম; ডেস্ক: দেশের ২৩টি ইউনিয়ন পরিষদে (ইউপি) আজ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একই সাথে সাতটি ইউনিয়ন পরিষদের বন্ধ ঘোষিত বিভিন্ন পদ ও ২৮টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেসাথে ১২টি জেলা পরিষদ ও একটি পৌরসভার বিভিন্ন পদেও উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন কমিশন (ইসি) পরিচালক (গণসংযোগ) এসএম আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের জন্য ইসির পক্ষ থেকে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনী মালামালসহ নির্বাচন সংক্রান্ত কর্মকর্তারা ভোটকেন্দ্রে পৌঁছে গেছেন। নির্বাচনী এলাকাগুলোতে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে।’
ইউনিয়ন পরিষদ
৩২টি জেলার ৪৫টি উপজেলায় ২৩টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন এবং সাতটি ইউনিয়ন পরিষদের ইতোপূর্বে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের সময় বন্ধ ঘোষিত বিভিন্ন পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া ২৮টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে মেহেন্দীগঞ্জের চানপুর এবং বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদের উপ নির্বাচন রয়েছে। একটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সমান ভোট পাওয়া একটি পদে পুঃননির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
জেলা পরিষদ
দেশের ১১টি জেলা পরিষদের ইতোপূর্বে অনুষ্ঠিত নির্বাচনের সময় স্থগিত ৫টি সংরক্ষিত ওয়ার্ডের এবং ২০টি সাধারণ ওয়ার্ডের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। চট্টগ্রাম জেলা পরিষদের একটি সাধারণ ওয়ার্ডের সদস্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া জয়পুরহাট জেলার ক্ষেতলাল পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।