সারা দেশ

কলারোয়ায় মাদকবিরোধী মানববন্ধন ও আলোচনা সভা

কামরুল হাসান,কলারোয়া(সাতক্ষীরা): সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী এক মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাাতিক দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে। বুধবার বেলা ১১ টার দিকে কলারোয়া প্রেসকাবের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, থানার অফিসার ইনচার্জ,র্ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকবৃন্দ, ছাত্র-ছাত্রীরা মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। মানববন্ধন শেষে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত মাদকবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। এবারের আন্তর্জাাতিক এ দিবসের প্রতিপাদ্য বিষয় ছিলো: “আগে শুনুন: শিশু ও যুবাদের প্রতি মনোযোগ দেয়াই তাদের নিরাপদ বেড়ে উঠার প্রথম পদক্ষেপ।” উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলেঅচনা সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক এম এ ফারুক, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: জিয়াউর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্র নাথ বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ, কলারোয়া রিপোর্টার্স কাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, প্রেসকাবের সাবেক দপ্তর সম্পাদক এমএ সাজেদ, সাংবাদিক জুলফিকার আলী প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা তাহের মাহমুদ সোহাগ। এর আগে মাদকবিরোধী এক র‌্যালি কলারোয়া পৌর শহর প্রদক্ষিণ করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button