ভালুকা উপজেলাসারা ভালুকা
ভালুকা বিএনপির ২২ নেতা-কর্মীর জামিন
বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলা বিএনপির ২৭ নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলায় ২২বিএনপি নেতা-কর্মী জামিন লাভ। বুধবার (২ আগস্ট) ময়মনসিংহ ৩য় আমলী ম্যাজিস্টেট আদালতে জামিন আবেদন করলে আদালত ভালুকা উপজেলার সাবেক দুই ইউপি চেয়ারম্যান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ও ৩ নারী নেত্রীসহ বিএনপির ২২ নেতা-কর্মীর জামিন মঞ্জুর করেন।
গত মঙ্গলবার ৫ জনকে গ্রেফতার করে আদালতের প্রেরণ করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। বুধবার (২ আগস্ট) সাবেক দুই ইউপি চেয়ারম্যান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ও ৩ নারী নেত্রীসহ বিএনপির ২২নেতা-কর্মীর জামিন হয়। ২৮জুলাই ভালুকায় বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠান শেষে সরকারী কাজে বাঁধা দানের অভিযোগ এনে পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করে।