শিরোনামহীন

কলারোয়ায় ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করলেন এড. মুস্তফা লুৎফুল্লাহ, এম.পি

কামরুল হাসান,কলারোয়া(সাতক্ষীরা): সাতক্ষীরার কলারোয়ায় ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। তালা-কলারোয়ার সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন। এসময় তিনি বলেন- ‘গাছ মানুষের চির সাথী। ছোট্ট একটি চারা গাছ আগামি দিনের সম্পদ। জীবন ও জীবিকার তাগিদে গাছের কোন বিকল্প নেই। মঙ্গলবার সকালে কলারোয়ায় ফলদ বৃ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই, দেশি ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যে মঙ্গলবার সকালে কৃষি অফিসের সামনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে র‌্যালি ও সেমিনারের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কলারোয়ার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। আলোচনা অনুষ্ঠানে শিাবিদ অধ্যাপক এমএ ফারুক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্র নাথ বিশ্বাস, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.এএসএম আতিকুজ্জামান, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, ইউপি চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম, কলারোয়া প্রেসকাবের আহ্বায়ক আব্দুর রহমান, সাবেক সভাপতি শিক্ষক দীপক শেঠ, রিপোর্টার্স কাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও সরকারি দপ্তরের কর্মকর্তাগণ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপজেলা কৃষি অফিসার মহাসীন আলী। অনুষ্ঠানে কয়েকজন কৃষকসহ সুধিজনদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। পরে অতিথিরা ফলদ বৃ মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। ৭দিন ব্যাপী বৃ মেলাটি প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button