ঢাকাবিভাগীয় খবরসারা দেশ

শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ১জনের মৃত্যু

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি ফেলু মিয়া(৩৮) উপজেলার মাওনা ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের হোসেন মিয়ার ছেলে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, ইন্দ্রপুর-বারতোপা রাস্তার পাশে একটি বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটিতে জিআই তারের টানা দেওয়া ছিল। খুঁটি হেলে পড়া রোধে তারটি খুঁটির শীর্ষ থেকে টানা দিয়ে একটি বড় গাছের সঙ্গে বাঁধা ছিল। সম্প্রতি প্রবল বৃষ্টি হওয়ায় খুঁটি হেলে গিয়ে সঞ্চালন লাইনের সাথে টানা দেওয়া তারের সংযোগ ঘটে। সকালে ঘাস কাটতে গিয়ে অসাবধানতাবশত সেই টানা লাইনে বিদ্যুতায়িত হয়ে ফেলু মিয়া গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর মাওনা জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক(ডিজিএম) কামাল পাশা জানান, ওই লাইনটি ৩৩কেভি মতা সম্পন্ন। টানা দেওয়া তারে বিদ্যুৎ থাকে না, তাই এটি পোল না থাকায় গাছে বাঁধা ছিল। হয়তো খুঁটি কিছুটা হেলে পড়ায় তারটি বিদুৎ লাইনের কাছাকাছি ছিল। ওই ব্যক্তি অসাবধানতাবশত সেই তারে হাত রাখায় তা মূল তারের স্পর্শ পায় ও তিনি বিদ্যুতায়িত হন।
শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক বলেন, খুঁটির সাথে যুক্ত তারে জড়িয়ে ফেলু মিয়া নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button