স্বজনহীন রোগীর চারদিন পর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে চিকিৎসাধীন অবস্থায় স্বজনহীন এক রোগীর চারদিন পর মৃত্যু হয়েছে। নিহত বাবুল মিয়া (২৩) পৌর এলাকার ১নং সিএন্ডবি গ্রামের রফিকুল ইসলামের পুত্র। হাসপাতাল কর্তৃপক্ষ নিহতের কোন স্বজন না পাওয়ায় লাশ পুলিশের কাছে হস্তান্তর করেছে। শ্রীপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে।
জানা গেছে, গত ২ নভেম্বর অজ্ঞাত দু’ব্যক্তি বাবুলকে চিকিৎসা করানোর জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে ভর্তি করে। পরে তারা হাসপাতাল থেকে চম্পট দেয়। এর পর থেকে ওই রোগীর কোন আত্মীয় স্বজন হাসাপাতালে আসেনি। টানা চারদিন হাসপাতালে চিকিৎসাীধন থাকা অবস্থায় ৭ নভেম্বর মঙ্গলবার ভোরে বাবুল হাসপাতালের বেডে মারা যায়।
হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত নজরুল ইসলাম জানান, অজ্ঞাত দু’জন ব্যক্তি তাকে মুর্মূর্ষূ অবস্থায় হাসপাতালে আনলে তাকে ভর্তি করা হয় এবং সে পৌর এলাকার ১নং সিএন্ডবি এলাকার রফিকুল ইসলামের পুত্র বলে অজ্ঞাত ব্যক্তিরা পরিচয় দেয়।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: মইনুল হক জানান, রোগীটি দীর্ঘদিন ধরে অপুষ্টি জনিত রোগে ভোগছিল। চার দিনের মধ্যে কোন স্বজন না আসায় লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শ্রীপুর থানার এসআই আজাহারুল ইসলাম জানান, নিহতের কোন আত্মীয় স্বজন পাওয়া যায়নি। তার মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর হাসপাতালে পাঠানো হয়েছে।