ভালুক কামড়ে খেল কেয়ারটেকারের আঙ্গুল

গাজীপুর প্রতিনিধিঃ ভালুকের খাঁচার জালে হাত রাখতেই আচমকা আক্রমন। মুহুর্তেই এক কামড়ে নিয়ে নিল আব্দুস সালাম (২৫) নামের এক কেয়ারটেকারের হাতের আঙ্গুল। বৃহস্পতিবার বিকালের দিকে গাজীপুর জেলার শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এ ঘটনা ঘটে। চিকিৎসক বলেছেন আক্রান্ত ব্যক্তির চিকিৎসা দেয়া হয়েছে, তিনি এখন আশংকা মুক্ত।
বঙ্গবন্ধু সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব হোসেন বলেন, বিকালের দিকে ভালুককে এক খাঁচা থেকে অন্য খাঁচায় স্থানান্তরের সময় হঠাৎ আক্রমন করে বসে। এ সময় সালামের বাম হাতের মধ্যমা আঙ্গুলের অগ্রভাগ কমড়ে নিয়ে যায় ভালুকটি। আহত অবস্থায় তাকে সহকর্মীরা উদ্ধার করে মাওনা চৌরাস্তা আল হেরা হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়েছে। বর্তমানে সে ভালো আছে।
আলহেরা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. হুমায়ূন কবির বলেন, বাম হাতের মধ্যমা আঙ্গুলটির অগ্রভাগ হাড়সহ তিগ্রস্থ হয়েছে। আঙ্গুলের মাথা কেটে ফেলে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। তার হাতে প্রাণীর আক্রমনে বিষক্রিয়া না হওয়ার জন্য ভেরোরাপসহ বিভিন্ন এন্টিবায়োটিক দেওয়া হয়েছে। তিনি আশঙ্কামুক্ত।