সারা দেশ

দ্রুতগতিতে চলছে বড়পুকুরিয়া কয়লা খনির সম্প্রসারণ সমীক্ষার কাজ

মো: রুকুনুজ্জামান , পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া দেশের উত্তরাঞ্চলের একমাত্র কয়লা খনি, দ্রুতগতিতে চলতেছে সম্প্রসারণ সমীার কাজ।

উৎপাদন করে আসছে লাখ লাখ মেট্রিক টন কয়লা । বড়পুকুরিয়া কয়লা দিয়ে চলছে ২৫০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র।তাপ বিদ্যুৎ কেন্দ্র পরীামূলকভাবে কয়লা ভিত্তিক নতুন আরেকটি ২৭৫ মেগাওয়াট কেন্দ্র চলছে। ৫২০ মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র চালাতে ল ল টন কয়লা প্রয়োজন আছে। সেকারণে বড়পুকুরিয়া কয়লা খনির উত্তর ও দণিপাট সম্প্রসারন সমীার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। কয়লা উৎপাদন করার ল্েয উত্তর ও দণি পাটে অনুসন্ধান সমীার কাজ করছে জন্টি বয়েড, মজুমদার এন্টারপ্রাইজ, এম.এ.পি.এল ও বি.জি.পি, নামক কয়েকটি কোম্পানী। বি.জি.পি নামের চায়না কোম্পানীর থ্রিডি সিসমিক সার্ভের কাজ করছে। এ পর্যন্ত ৫০ শতাংশ কাজ তারা সম্পন্ন করতে পেরেছেন বলে জানিয়েছেন বি.জি.পি’র ম্যানেজার মি. জ্যাক। খনি এলাকার যেসব এলাকায় থ্রিডি সার্ভে হচ্ছে সেই এলাকার কৃষকদের ফসলের তিপূরণ দিচ্ছেন তারা এবং এলাকার কৃষকদের সাথে মতবিনিময় করে ফসলের তিপূরণ দেওয়া হচ্ছে। অপরদিকে বড়পুকুরিয়া কয়লা খনির কারনে যেসব গ্রাম তিগ্রস্থ হয়েছে সেই সব গ্রামগুলোতে থ্রিডি সার্ভের কাজ ব্যাহত হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক পাতিগ্রামের এক কৃষক এর সাথে কথা বললে তিনি জানান, কয়লা খনির কারণে তিগ্রস্থ হয়েছি, যা পূরণীয় নয়। আমরা দেশের স্বার্থে এলাকার উন্নয়নের জন্য নিজেদের জায়গা জমি ছেড়ে দিয়েছি। কিন্তু খনি কর্তৃপ তিগ্রস্থদের পর্যাপ্ত তিপূরণ না দিয়ে পুনরায় খনি সম্প্রসারণের চিন্তা ভাবনা করছে। এতে এই এলাকার বেশ কয়েকটি গ্রাম ইতিমধ্যে তারা সার্ভে শুরু করেছে। কিছু কিছু গ্রাম এলাকায় সার্ভে করতে পারছে না কারণ ইতিপূর্বে বাড়িঘর ফাটলের তিপূরণ দেওয়ার কথা থাকলেও খনি কর্তৃপ তাদেরকেক তিপূরণ দেয়নি। এ কারণেই সার্ভের কাজে বিঘা হচ্ছে।

এ ব্যাপারে বড়পুকুরিয়া কয়লা খনির উত্তর দণি পাটের প্রকল্প পরিচালক মোহাম্মদ কামরুজ্জামনের সাথে কথা বললে তিনি জানান, সার্ভে কাজের বিঘা হচ্ছে এটা সত্য, কিন্তু খনি কর্তৃপ এই সব এলাকায় যারা তিগ্রস্থ হয়েছেন ইতিপূর্বেই তাদেরকে তিপূরণ দেওয়া হয়েছে। এবং নতুন করে যারা তির মধ্যে পড়ছেন তাদেরকেও তিপূরণ দেওয়া হবে বলে তিনি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button