শ্রীপুরে প্রতিবন্ধী ছাত্রকে বলৎকার গ্রেফতার-১

গাজীপুর প্রতিনিধি ঃগাজীপুরের শ্রীপুরে সাবেক ডিবিআর সদস্যের বিরুদ্ধে প্রতিবন্ধী স্কুল ছাত্রকে বলৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত সাবেক ডিবিআর সদস্যকে শনিবার রাতে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। গত ১৪ নভেম্বর মঙ্গলবার দুপুরে পৌর এলাকার বাঘমারা গভীর জঙ্গলে এ ঘটনা ঘটে। জানা যায়, পৌর এলাকার ১নং ওয়ার্ডের জালাল উদ্দিনের পুত্র শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র (১৩) কে মঙ্গলবার দুপুরে স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে পৌর এলাকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাস্তা থেকে একই এলাকার মাহাম্মদ আলীর পুত্র সাবেক ডিবিআর সদস্য শহিদুল ইসলাম শহিদ (৫২) মোটর সাইকেলে তুলে গোসিংগা-শ্রীপুর সড়কের পটকা জঙ্গলে নিয়ে ভয়ভীতি দেখিয়ে বলৎকার করে। এ ব্যাপারে ছাত্রের পিতা জালাল উদ্দিন বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পুলিশ পরিদর্শক মঞ্জুরুল ইসলাম জানান, গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।