সারা দেশ
পত্নীতলায় ভোক্তা অধিকার সংরক্ষন সেমিনার

ব্রেলভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার উপজেলা পরিষদ সভা কক্ষে ভোক্তা অধিকার সংরক্ষন বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেকের সভাপতিত্বে সেমিনারে ভোক্তা অধিকার সংরক্ষন বিষয়ে বিষদ আলোচনা করা হয়। সভায় বক্তব্য রাখেন নজিপুর সরকারী কলেজের অধ্যক্ষ সামসুল হক, সহকারী কমিশনার (ভূমি) পত্নীতলার আব্দুল করিম, সহকারী পুলিশ সুপার পত্নীতলা সার্কেল তারেক-জুবায়ের, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার ঘোষ, পত্নীতলা প্রেসক্লাব সভাপতি ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী আক্তার হোসেন সাবু, হোটেল মালিকের পক্ষ থেকে আহসানুল হক টিপু। এসময় উপজেলার সকল কর্মকর্তা, সূধীজন উপস্থিত ছিলেন।