তারাকান্দাবিভাগীয় খবরময়মনসিংহ

ময়মনসিংহে শিশু হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় এক শিশুকে হত্যার দায়ে তিনজনের ফাঁসির রায় দিয়েছেন আদালত।

মঙ্গলবার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মিয়াজী শহিদুল আলম চৌধুরী এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড ছাড়াও প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডিতরা হলেন- তারাকান্দা উপজেলার লাউটিয়া গ্রামের আকবর আলী (৪০), আকরাম হোসেন (৩৫) ও বাড়ৈইপাড়া গ্রামের তানভীর হাসান আনিছ (৩২)।

মামলার বিবরণ থেকে জানা যায়, একটি মোবাইল ফোন বিক্রি করাকে কেন্দ্র করে লাউটিয়া গ্রামের খোকন পণ্ডিতের ১৩ বছর বয়সী ছেলে সুজন ওরফে চেতন পণ্ডিতকে কুপিয়ে হত্যা করে আসামিরা। পরে স্থানীয় একটি পুকুর পাড়ে তার লাশ ফেলে রাখে।

পরদিন সুজনের বাবা তিনজনকে আসামি করে থানায় এই হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০১২ সালে ৩ মার্চ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হলে এ মামলার বিচারকাজ শুরু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button