ঢাকাবিভাগীয় খবর
শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃগাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকের ধাক্কায় সুলতান মিয়া(৩৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলার জৈনাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
মাওনা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) দেলোয়ার হোসেন জানান, নিহত ব্যক্তি শ্রীপুরের ধনুয়া বড়চালা গ্রামের নিয়ত আলীর ছেলে। রাস্তা পার হতে গেলে ঢাকাগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়রা ধাওয়া দিয়ে ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাটক ট্রাকটি হাইওয়ে থানা হেফাজতে আছে।