ভালুকায় পাড়াগাঁও ছাত্র সংঘের উদ্যোগে শীত সামগ্রী বিতরণ

ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় পাড়াগাঁও ছাত্র সংঘ নামের এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শীত সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার(২ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার বড়চালা হোসাইনিয়া দা: মাদরাসা হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা কারী আ: লতিফ। এ সময় বক্তব্য রাখেন শিক্ষক মাও: আসাদুজ্জামান,সাংবাদিক সফিউল্লাহ আনসারী, শফিকুল ইসলাম সবুজ, মাও: রফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা জুয়েল রানা, সাইফুল ইসলাম,মনিরুজ্জমান নয়ন, রাকিব মোল্লা।
সংগঠনের সভাপতি সাকিব খানের সঞ্চালনায় অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন, মনির হোসেন,শেখ রাসেল,মাসুদ রানা,ফয়সাল,রিফাত, রাহিম, আসাদুল্লাহ, সিদ্দিক, আরিফ, কামরুল, রিয়াজুদ্দিন প্রমূখ।
এ সময় এতিম-অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে একটি প্যাকেটে- গোসলের সাবান,ডিটারজেন্ট পাউডার,পেট্রোলিয়াম জেলি,লোশন,তেল ইত্যাদি প্রদান করা হয়।