তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি ২ ও ৩ মার্চ’১৮

বিশেষ প্রতিনিধিঃ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের অর্ন্তগত ঐতিহ্যবাহী তেলিহাটী উচ্চ বিদ্যালয়, এর ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে দুই দিন ব্যাপি প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পূণর্মিলনী অনুষ্ঠান-২০১৮ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল থেকে বর্তমান পর্যন্ত সার্বিক সহযোগিতার জন্য প্রতি ব্যাচ থেকে দুই জন করে প্রতিনিধি রাখা হবে। আগ্রহী প্রাক্তন শিক্ষার্থীরা নিম্ন মোবাইল নম্বরে অতি সত্তর যোগাযোগ করতে পারেন। আগামী ১৫ ডিসেম্বর ২০১৭ ইং থেকে রেজিষ্ট্রেশন শুরু হবে এবং রেজিষ্ট্রেশনের শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ইং। রেজিষ্ট্রেশন বাবদ ১০০০ টাকা ধার্য করা হয়েছে। পূর্নমিলনীর সম্ভাব্য তারিখ ২ ও ৩ মার্চ(শুক্র ও শনিবার)।
যোগাযোগঃ
০১৭১১-৫১১১৪৭- (আবুল মনছুর মানিক)প্রধান শিক্ষক, তেলিহাটি উচ্চ বিদ্যালয়
০১৯২৬-১৮৬৬৩০ (আমির আলী মোড়ল)
০১৭১২-২২২৪৮৩ (গোলাম মোস্তফা)
০১৯১৬- ২৫৮৭২৭ (শেখ ফরহাদ মাহমুদ)
০১৯১১-১৭১৮৪৯ (আশরাফুল হাসান সুজন)
০১৯১১-০২৭১৯২ (মোঃ সবুজ মিয়া)
E-mail: [email protected]
www.thsict.edu.bd, তেলিহাটী উচ্চ বিদ্যালয়