ময়মনসিংহে দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার ও বিভিন্ন মামলার কয়েক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় জেলার ফুলপুর সার্কেলের সিনিয়র এএসপি সাখের হোসেন সিদ্দিকী বিষয়টি জানান।
পুলিশ জানায়, পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলামের নির্দেশনায় সোমবার ময়মনসিংহের ফুলপুর উপজেলার ২ নং রামভদ্রপুর ইউনিয়নের সিংহেমারি, চরবাহাদুরপুর, চরস্বল্পা এবং চরনিয়ামত গ্রামে মাদক বিক্রেতা, মামলার আসামি এবং পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারে নামে ৩৫ সদস্যের একটি টিম। তারা ৫ ঘণ্টা অভিযান পরিচালনা করে মাদকসহ বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় কয়েকজনকে।
জেলার ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মামুন-অর-রশিদ জানান, সোমবার মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে একজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।
ময়মনসিংহের মুক্তাগাছা থানার ওসি আলী আহম্মদ মোল্লা জানান, সোমবার অভিযান চালিয়ে আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত একজন এবং পরোয়ানাভুক্ত আরো ৩জনসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করে ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে।