শ্রীপুরে শিশু ধর্ষণের পর হত্যাকান্ডে দু’ব্যক্তির নামে মামলা

শ্রীপুর প্রতিনিধিঃ-গাজীপুরের শ্রীপুরে ধর্ষণের পর মাদ্রাসা ছাত্রী হত্যাকান্ডের ঘটনায় রবিবার রাতে নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় দু’ব্যক্তিকে সন্দিগ্ধ আসামী করা হয়। এরা হলো গাজীপুর উত্তর পারা গ্রামের আঃ আউয়ালের ছেলে জয় (১৫) ও চকপাড়া গ্রামের মৃত হাছেন আলীর ছেলে ইদ্রিস আলী(২০)।
সূত্রমতে শনিবার গবীর রাতে উপজেলার গাজীপুর উত্তর পাড়া গ্রামে কুদ্দুছ আলীর মেয়ে মাদ্রাসার ছাত্রী মৌসুমী (৮ ) কে দূবৃত্তরা ধর্ষনের পর হত্যাকরে। রবিবার দুপুরে পুলিশ নিহতের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। তাৎক্ষনি অভিযান চালিয়ে নিহতের সৎ ভাই ইদ্রিস আলীকে গ্রেফতার করলেও জয় পালিয়ে যেতে সক্ষম হয়। ছাত্রীর বাবা জানান তার মেয়েকে কে হত্যা করেছে তা দেখতে পাননি। জয় তার মেয়েকে বিভিন্ন সময় উত্যক্ত করতো। তার সন্দেহ জয় ও তার সহযোগীরা তার মেয়েকে ধর্ষণের পর হত্যা করেছে। মামলার তদন্ত কারী কর্মকর্ত শ্রীপুর থানার উপ পুলিশ পরিদর্শক শহিদুল হক মোল্লা জানান সাত দিনের রিমান্ড চেয়ে ইদ্রিস আল কে আদালতে সোপর্দ করা হয়েছে। এছার জয় কে গ্রেফতার অভিযান চলছে। তদন্তে প্রকৃত খুনিকে তা বের হবে।