সারা ভালুকাহবিরবাড়ি
ভালুকায় অগ্নিকান্ড ৬৬ টি ঘর পুড়ে ১ কোটি টাকার ক্ষতি

ভালুকা নিউজ ডট কম; বিশেষ প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া গ্রামে আইডিয়াল মোড় এলাকায় বসত বাড়িতে আগুন লেগে ৬৬টি ঘর পুড়ে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে।
জানা যায়, রোববার (১০ডিসেম্বর) দুপুরে জয়নাল আবেদিনের কলনি বাড়ীতে অগ্নিকান্ডে ৬৬ পরিবারের মালামাল পূড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ভালুকা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনা স্থলে গিয়ে প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় ঐ কলনির গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে। স্থানীয়রা জানান বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকরার ভাড়াটিয়া হিসাবে কলনিতে বসবাস করে আসছিল। এই অনিগ্নকান্ডে প্রায় কোটি টাকার ক্ষতির আশংকা করা হচ্ছে।