ভালুকায় আঃ গণি মাস্টার বৃত্তি ফাউন্ডেশনের পরীক্ষা অনুষ্ঠিত
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলা হবিরবাড়ী ইউনিয়নের ঐতিহ্যবাহী জামিরদিয়া আঃ গণি মাস্টার বৃত্তি ফাউন্ডেশনের ক্ষুদে শিক্ষার্থীদের অংশ গ্রহনে অনুষ্ঠিত হয়েছে বৃত্তি পরীক্ষা।
বৃহম্পতিবার(২১ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার জামিরদিয়া আঃ গণি মাস্টার উচ্চ বিদ্যালয় ও কলেজে হবিরবাড়ী ইউনিয়নের ৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্টেন স্কুলের ৪৪৩ জন শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করে। ১ম, ২য়, ৩য় ও চতুর্থ শ্রেণীর ক্ষুদে শিক্ষার্থীরা এই পরীক্ষায় তাদের মেধার মূল্যায়ন করে সাফল্য অর্জনের জন্য প্রতিযোগীতা করে থাকে।
সংগঠনের সচিব মোঃ জিয়াউর রহমান জানান, ২০০৭ সাল থেকে শুরু হওয়া এই মেধা বৃত্তি মূলত এ অঞ্চলের শিক্ষার উন্নয়ন ও কোমলমতি সন্তানদের লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়াতে উৎসাহিত করে যাচ্ছে। টেলেন্টপুল ও সাধারন গ্রেডে শিক্ষার্থীদেরকে যথাক্রমে দুই হাজার পাঁচশত ও এক হাজার পাঁচশত করে টাকা এবং সদন দেয়া হয়।
আঃ গণি মাস্টার বৃত্তি ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ¦ লায়ন এম এ রশিদ বলেন, এ এলাকার মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীরা যাতে তাদের শিক্ষা জীবন এগিয়ে নিতে পারে এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ে সে জন্যই আমাদের এ শুভ উদ্যোগ। আমরা চাই হবিরবাড়ীর প্রত্যেকটা ছেলে-মেয়ে তাদের জীবনের লক্ষ্যে সফল ও স্বার্থক হোক। আমাদের এ প্রচেষ্টা অব্যহত থাকবে। সুষ্ঠভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে জানান, আঁখি মডেল স্কুলের পরিচালক মোঃ আনোয়ার হোসেন খান।
অনুষ্ঠিতব্য পরীক্ষায় হল সচিব হিসেবে পূর্ব ভালুকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানারা বেগম ও অন্যান্য দায়িত্বে ছিলেন সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জামাল হোসেনসহ শিক্ষক মন্ডলী।