জাতীয়

দাবি আদায়ে শিক্ষক; আমরণ অনশন

দাবি একটাই, আদায় না করে ঘরে ফিরবো না বলে জানিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। বেতন বৈষম্য নিরসনে শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের আমরণ অনশনে এ হুঁশিয়ারি দেন শিক্ষকরা।

শনিবার সকাল থেকে প্রাথমিক সহকারী শিক্ষকদের ৯টি সংগঠনের সমন্বয় গঠিত ‘বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের’ উদ্যাগে এই অনশন কর্মসূচি শুরু হয়। সারাদেশ থেকে প্রায় তিন লাখ শিক্ষক এ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

অনশনে বক্তারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে হলে আমাদের চলে। কিন্তু আমরা তাদের থেকে কয়েক ধাপ নিচে, এ বৈষম্য কমানোর জন্য দীর্ঘদিন আন্দোলন করে আসছি। মন্ত্রী আমাদের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হচ্ছে না।

বক্তারা বলেন, আমরা প্রধানমন্ত্রীর আশ্বাস কামনা করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাবো।

বক্তারা আরো বলেন, এটা সরকারবিরোধী আন্দোলন নয়। প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা মর্যাদা নিয়ে ক্লাসে ফিরে যেতে চাই। আপনার একটা আশ্বাসই পারে আমাদের সব সমস্যার সমাধান করতে।

অনশনের বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক ফ্রন্টের সভাপতি ইউ এস খালেদা আক্তার, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি আনিসুর রহমান প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button