শ্রীপুরে স্পিনিং মিলে অগ্নিকান্ড

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে একটি স্পিনিং মিলের উৎপাদন ফ্লোরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসময় ফায়ার সার্ভিস প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
গতকাল বৃহস্পতিবার বেলা সোয়া ১১ টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামে এএ ইয়ান মিলস লি: নামক কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা যায়, ফিনিসিং শাখায় হঠাৎ কালো ধোঁয়ায় ভরে যায় পুরো ফ্লোর। এসময় আগুনের তাপে প্রায় শতাধিক শ্রমিক দৌঁড়ে কারখানার বাইরে অবস্থান নেয়। তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনতে কারখানার নিজস্ব অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভাতে কাজ করে শ্রমিকরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ফ্লোরে ধোঁয়া মুক্ত করতে ফলসিলিং খোলে ফেলে ফায়ার সার্ভিসের কর্মীরা। দু থেকে তিন ঘন্টা পর আবার শ্রমিকরা কাজে যোগ দেয়।
কারখানার ব্যবস্থাপক (এইচ আর এন্ড এ্যাডমিন) রেখা রানী দত্ত জানান, আগুনের খবর পেয়ে তাৎক্ষনিক ফায়ার সার্ভিসকে জানানো হয়। তাঁদের সহযোগিতায় আগুন নেভে যায়। কারখানার তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি।
শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো.আল আমিন জানান, ফ্লোরের ড্রাস্ট লাইনে প্রচুর পরিমানের ড্রাস্ট আটকে আগুনের সুত্রপাত হয়। আগুন প্রভাব বিস্তারের আগেই তা নিয়ন্ত্রণ করায় বড় ধরনের কোন ক্ষতি হয়নি। তিনি আরো জানান, এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
#ফাইল ফটো