হাজারো কন্ঠে পরিচ্ছন্নতার শপথ

ময়মনসিংহ প্রতিনিধি: হাজারো কন্ঠে পরিচ্ছন্নতার শপথের মাধ্যমে নতুন বছরের সূচনা হয়েছে ময়মনসিংহে। পরিচ্ছন্ন ময়মনসিংহ নগরী গড়ার প্রত্যয়ে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন ময়মনসিংহের উদ্যোগে এ শপথ পাঠ অনুষ্ঠিত হয়।
সোমবার (০১ জানুয়ারী) নগরীর জয়নুল আবেদিন পার্কে পৌরসভার আয়োজিত বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ শপথ পাঠ করান ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু।
নতুন বছরে পৌরবাসীকে পরিচ্ছন্ন ময়মনসিংহ নগরী উপহার দিতে বছরের প্রথম দিন থেকে ময়লা নিষ্কাষন ও ময়লা পরিবহনের কাজ রাত্রে পরিচালিত হবে বলে জানিয়ে তিনি এসময় পৌরবাসীর সহযোগীতা কামনা করেন।
‘চাই পরিচ্ছন্ন ময়মনসিংহ নগরী’ স্লোগানে ্ইতিমধ্যেই নগরীতে প্রচার পত্র বিলি ও সচেতনতা মুলক র্যালী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিডি ক্লিন ময়মনসিংহের স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানিয়ে মেয়র বলেন, “এ শপথ ও এ কাজ শুধু পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের নয়, একাজে প্রয়োজন সকলের সহযোগীতা। এসব শিক্ষাথীদের মত আপনারাও এগিয়ে আসুন পরিচ্ছন্ন ময়মনসিংহ নগরী গড়তে।”
অনুষ্ঠানে এসময় পৌরসভার কাউন্সিলরবৃন্দ, বিডি ক্লিন ময়মনসিংহে সদস্য সহ সচেতন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।