কাচিনাসারা ভালুকা
নলকুপ পরিচালনা কমিটির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ
কাচিনা প্রতিনিধি: ভালুকা উপজেলা কাচিনা ইউনিয়নের তালাব গ্রামে নলকুপ পরিচালনা কমিটির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এলাকাবাসী লিখিত অভিযোগ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর।
অভিযোগ পত্র মারফত জানাযায়, কাদিগড় মৌজার ১০৪নং গভীর নলকূপটিতে নিয়ম বর্হিভুতভাবে অতিরিক্ত টাকা আদায়, স্বাক্ষর জালিয়াতি করে কমিটি গঠনসহ বিভিন্ন অভিযোগ এনে গত (২৪ ডিসেম্বর) ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছে ভোক্তভোগী এলাকাবাসী।
এ ব্যাপারে অভিযুক্ত কাজল মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, টাকা নির্ধারিতটাই নেয়া হচ্ছে।
বিএডিসির এসিস্ট্যান্ট মেকানিক এ বিষয়ে অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, ছুটিতে থাকা এসএ ই অফিসার আসার পর তদন্ত করা হবে।
বিস্তারিত আসছে…