ভালুকায় মাদ্রাসার কৃতি শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরন
হুমায়ুন কবির,স্টাফ রির্পোটার: ইসলাম শিক্ষা প্রচার ও ইসলামী সংস্কৃতির মজবুত ভিত্তি গঠনের লক্ষে নতুন প্রজন্মকে ইসলামী শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে ময়মনসিংহের ভালুকা জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ী সংলগ্ন মাদ্রাসায়ে ওমর (রা) হাফেজিয়া এন্ড ইসলামিয়া কিন্ডার গার্টেন মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের মঝে ৩১ টি পবিত্র কোরআন শরীফ ও অন্যান্য পুরুস্কারের মাধ্যমে আঃ হামিদ (আবু হানি) প্রধানের সভাপতিত্বে পুরুস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুখতি এনামুল হক ও শিক্ষা সচিব মো: ইমরান হোসাইন আবরারীর পরিচালনায় প্রধান অতিথি আল্হাজ বিল্লাল হোসেন বিশেষ অতিথি আবুল হাশেম প্রাধান, ওমর ফারুখ প্রধান, আব্দুল মান্নান প্রধান, আল্হাজ মাওলানা মফিজুল রহমান, হাফেজ মাওলানা আবু রাহাত কামাল, হাতেম আলী ও আল্লাহমা মুফতি নুর হোসাইন নূরানী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা সুরেলা কন্ঠে কোরআন তেলাওয়াত পাঠ, হামদ, নাত ও গজল পরিবেশন করে। সংক্ষিপ্ত আলোচনায় অতিথিরা বলেন, শিশুদের সঠিক ও সত্যের পথে পরিচালিত করার মাধ্যমে শুধুমাত্র পরকালেই নয়, বরং ইহকালেও বরকতময় জীবন উপভোগ করতে পারবে। আর এ জন্য অভিভাবকদের ভূমিকা ব্যপক। এ সময় পরীক্ষা প্রতিযোগিতায় সেরা শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান শেষে মাদ্রাসার প্রিন্সিপাল শিশুদের উজ্জল ভবিষ্যত ও সুন্দর জীবনের লক্ষ্যে বিশেষ দোয়া প্রার্থনা করেন।