স্বেচ্ছাসেবী সংগঠন সহায়ক বাংলাদেশ‘র ভালুকা কমিটি ঘোষনা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়ক বাংলাদেশ‘র কমিটি ঘোষনা করা হয়েছে।মঙ্গলবার (১৬জানয়ারি) বিকেলে ভালুকা নিউজ ডটকম কার্যালয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়ক বাংলাদেশ‘র নবগঠিত কমিটি ঘোষনা ও পরিচিতি সভা সংগঠনের ভালুকা উপজেলা সভাপতি মো: নুরুজ্জামান খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। আগামী তিন বছরের জন্য এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো: নুরুজ্জামান খান সহ সভাপতি মোজাম্মেল হক কিরন,সাধারণ সম্পাদক বুলবুল আহাম্মেদ সরকার সাংগঠনিক সম্পাদক সফিউল্লাহ আনসারীসহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রিয় ও প্রতিষ্ঠাতা সভাপতি মো: লুৎফর রহমান রানা, কেন্দ্রিয় সদস্য শেখ নাজমুল আমীন সোহাগ, যুগ্ন সাধারন সম্পাদক আশিক ই মোস্তফা, মো: ইদ্রীস আলী, শাকিল প্রধান, তামিম উল ইহসান,আল আমিন, সাংবাদিক শফিকুল ইসলাম সবুজ, সুজন মিয়া, সাহিদুজ্জামান সবুজ, আসাদুল্লাহ , সদস্য মো: সাইফুল ইসলাম, মোফাজ্জল হোসেন, বজলুর রহমান সাইফুল ইসলাম প্রমুখ।