শ্রীপুরে চুলাই মদসহ পুলিশের সোর্স আটক

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধিঃ শ্রীপুরে চুলাই মদসহ পুলিশের সোর্স জনতা হাতে আটক গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন। ১৫ জানুয়ারী সোমবার দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আনসার টেপিরবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত পুলিশের সোর্স ওই গ্রামে ফজলুল হকের ছেলে সুমন মিয়া (২৪)।
স্থানীয় লোকজন জানান, সে দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন নিরীহ যুবকদের মাদকসেবী বানিয়ে পুলিশে দিয়ে টাকা আদায়সহ এলাকায় পুলিশের নাম ভাংগিয়ে বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড চালাচ্ছিল। ওই গ্রামের একাধিক যুবককে ইয়াবা ট্যাবলেটসহ ফাঁসানোর উদ্দেশ্যে ঘুরাফেরা করলে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাকে আটক করে গণধোলাই দেন। তার কাছ থেকে বিপুল পরিমানের চুলাই মদসহ ট্যাবলেট পাওয়া গেছে। শ্রীপুর থানার এস.আই জাকির হোসেন জানান, স্থানীয় লোকজন গণধোলাই দিয়ে পুলিশে খবর দিলে তাকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।