মিডিয়া দেশ-বিদেশসংস্কৃতি-বিনোদন
আজ এনটিভি’র মাটির গানে গাইবেন সোহাগ

বিনোদন প্রতিবেদক: আজ শনিবার (২০ জানুয়ারী) রাত ১১.৩০ মিনিটে এনটিভি’র সংগীতানুষ্ঠান ‘মাটির গান’ এ গাইবেন ক্লোজআপ তারকা শিল্পী সোহাগ।
ক্লোজআপ তারকা সোহাগ জানান, এনটিভি’র শনিবারের লাইভ সংগীতানুষ্ঠান ‘মাটির গান’ অনুষ্ঠানে প্রয়াত বারী সিদ্দিকীর গান সহ অন্যান্য লোকগান গাইবেন। প্রায় ডজন খানেক প্রিয় গান অতি যত্নের সহিত শ্রোতাদের উপহার দিবেন তিনি। এই অনুষ্ঠানে মূলত একের অধিক শিল্পী অংশগ্রহণ করে থাকে কিন্তু আজ সে শুধু একাই গানগুলো পরিবেশন করবেন।
ক্লোজআপ তারকা শিল্পী সোহাগ তার একক গানের এ্যালবাম ও স্টেজ শো নিয়ে বেশ ব্যাস্ত সময় পাড় করছেন।