শ্রীপুরে স্ত্রী আত্মগোপনে ফাঁসিয়ে দেয়ার ভয়ে স্বামীর আত্মহত্যা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃশ্রীপুরে দ্বিতীয় স্ত্রী বাড়ী ছেড়ে চলে যাওয়ায় স্বামী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। ২৩ জানুয়ারী মঙ্গলবার দুপুর দেড়টার সময় উপজেলার তেলিহাটি ইউনিয়নের তালতলী গ্রামে এ ঘটনা ঘটে। আবু তাহের মুন্সির পুত্র মিরাজ উদ্দিন (৪৫) ।
নিহতের পরিবার জানায়, নিহতের দ্বিতীয় স্ত্রী মনোয়ারা বেগমকে তার ভাই খোরশেদ স্বামীর বাড়ীতে থাকতে না দেওয়ায় তাদের মধ্যে দীর্ঘদিন ধরে অন্তর্কলহ চলছিল। প্রায় দেড় মাস পূর্বে নিহতের স্ত্রী তার বাবার বাড়ীতে গিয়ে আত্মগোপনে থেকে সহজসরল মিরাজ উদ্দিনকে ফাঁসানো এবং অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা করলে লজ্জায় ও ভয়ে সে আত্মহত্যা করে।
পুলিশ জানায়, আত্মহত্যার প্ররোচনায় নিহতের দ্বিতীয় স্ত্রী মনোয়ারা বেগম ও তার সৎ ভাই খোরশেদ জড়িত কি না এ ব্যাপারে তদন্ত চলছে। শ্রীপুর থানার এস.আই মনিরুজ্জামান নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।