বিভাগীয় খবরসিলেট

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার দাখিল ও আলিম পরীক্ষার্থীদের জন্য দোয়া ও বিদায় অনুষ্ঠান-১৮

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি: বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া ও আলিম পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান-২০১৮ অনুষ্ঠিত। শনিবার সকাল সাড়ে ১০টা মাদ্রাসার হল রুমে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মাওলানা আব্দুল আওয়াল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন,বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আলাউদ্দীন ইমামী, মাদ্রাসার ছাত্র এর অভিবাবক ও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মোঃ আবু তাহের,মাদ্রাসার সিনিয়র শিক্ষক আবুল বশর ছিদ্দিকী,আরবী প্রভাষক মাওলানা বদিউল আলম,সহকারী শিক্ষক মাওলানা ওসমান গণি,মাওলানা নুর মুহাম্মদ ছিদ্দিকি,সহকারী শিক্ষক ক¦ারী এস.এম ইলিয়াছ,মাওলানা আলী আকবর,শিক্ষক আব্দুস সাত্তার,অত্র প্রতিষ্ঠানের প্রাত্তন ছাত্র সাংবাদিক মোহাম্মদ আলী,শিক্ষক আব্দুল্লাহ আল মামুন,সহকারী শিক্ষিকা মমতাজ বেগম,আয়শা ছিদ্দিকা,ইয়াছমিন আক্তার প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন লেখা-পড়ার পাশা-পাশি নৈতিক শিক্ষা ও আধুনিক বিজ্ঞানের জ্ঞান সম্পর্কে ধারণা থাকা খুবই প্রয়োজন,কোরআন থেকে জ্ঞান আহরণ করে মানুষ চাদঁ,নক্ষত্র,নতুন নতুন গ্রহ আবিস্কার করেছে, পৃথিবীর মানুষ আজ জ্ঞান বিজ্ঞান দিয়ে বহু আধুনিক যন্ত্রপাতি আবিস্কার করেছে,আগামীতে আরো এগিয়ে যাবে। তিনি ছাত্র-ছাত্রীদের উদ্যোশ্যে বলেন,প্রত্যেক ছাত্র-ছাত্রীকে ভাল ভাবে পড়ালেখা করে পরীক্ষায় ভাল রেজাল্ট করতে হবে,সময় খুবই মূল্যবান অযথা সময় নষ্ট করার মত সময় এখন নাই। যে যত বেশী সময়ের মূল্য দিয়ে সময়কে লেখা পড়ায় জ্ঞান আহরনের কাজে ব্যয় করবে,সে ততবেশী জীবনে উন্নতি সাধন করতে পারবে। অন্যান্য বক্তারা বলেন, আজকের শিক্ষিত জনগোষ্ঠী আগামী দিনের দেশের কর্ণধার,একটি শিক্ষিত জাতি কখনো পিছিয়ে থাকে না,শিক্ষায় জাতির মেরু দন্ড,জ্ঞানী বলেছেন, আমাকে একটি মা দিলে আমি একটি শিক্ষিত জাতি উপহার দিবো। তাই আমাদের ছেলে মেয়েদের সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে,ইসলামের প্রকৃত জ্ঞানের বাণী সমাজে প্রচার করে সমাজ তথা দেশ থেকে জঙ্গীবাদ,সন্ত্রাস দুর করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button