তরুণ কবি শরীফ মল্লিক এর একগুচ্ছ কবিতা

অসুখ-১
কোন এক ক্লান্ত দুপুরে তোমার চোখে
রেখেছিলাম আমার দুটি চোখ
তারপর কোনদিন আর
ভালো থাকা হয়নি আমার
আমার হয়েছে তবে একোন অসুখ।
অসুখ-২
সম্স্ত শহর ঘুমিয়ে গেলেও আমার নির্ঘুম দুটি চোখ
জেগে রয় নিশাচর পাখিদের মত
দ্রুত পায়চারি করি ছাদের ওপর
আঙুলের ফাকে রাখা সিগেরেট একা একা জ্বলে ছাই হয়
কানে কানে কথা কয় নিরব সময়
ইদানীং আমার হয়েছে কি ভাবছি
বুকের ব্যাথাটা আর কমবেনা বুঝি
ভাবছি কেমন আছ তুমি
কেমন চলছে দিনকাল।
অসুখ-৩
এই চোখ দেখে নিয়েছে তোমার সমস্ত নষ্টামি
কাকের শহরে তুমি কোনদিন পবিত্র ছিলেনা
ছেলে ভুলানো্ কবিতা তুমি মুখস্ত করেছ
অনেক পূর্বেই
এই কথা জেনে গেছে মন
আমার হয়েছে ভীষণ অসুখ সোনা
কি করে বাঁচবো বলো সবি তো তোমার আছে জানা।
অসুখ-৪
অধরা ভেবোনা সুখেই কাটছে আমার সময়
ভূগছি ভীষণ মনের অসুখে সাথে আছে ভয়।
অসুখ-৫
নিষিদ্ধ ভূমিতে পা রেখেছি
সবাই এখন পাপী বলে
আমি জানি আমার ভেতর
কতটা আগুন নিভে জ্বলে।
অসুখ-৬
জন্মের সময় মানুষের কপালেই থাকে তার মৃত্যু দাগ
আজন্ম সাধনা করেও মানুষ মুছতে পারেনা
তার সেই দাগ
আমার হয়েছে তেমনি অসুখ।
দিনদিন বড় বেশী ক্ষয়ে যাচ্ছে হৃদয় আমার
এইসব যন্ত্রনার ভার
আরো আরো বেড়ে যাচ্ছে
আমি বড় একা হয়ে যাচ্ছি
আমাকে আঁকড়ে ধরে আছে
সাধের অসুখ।
অসুখ-৭
দেখতে দেখতে চলে যাচ্ছে দিন
চলে যাচ্ছে হায়!সাধের সময়
জীবন যৌবন ক্ষয়ে যাচ্ছে
ক্ষয়ে যাচ্ছে হায়! আমার হৃদয়।
অসুখ-৮
যে অসুখের নাইরে ব্যাখ্যা
যে অসুখ হলে হয়নারে রক্ষা
যে অসুখটা যায়না দেখা
সে অসুখেই ভুগছি একা।
অসুখ-৯
হায়! জীবন আমার
অনন্ত কালের হাহাকার
ওড়ে ওড়ে ক্যান তোমার কাছেই আসে
ক্যান তোমারেই ভালোবাসে।
অসুখ-১০
আমার হয়েছে ‡mvbv ভীষণ অসুখ
অসুখে অসুখে মৃত্যু যদি হয় হোক।