সারা দেশ
ঝিনাইগাতীতে ১০টাকা কেজি দরে চাল বিক্রির উদ্ধোধন

মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী ঃ
খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের তেতুলতলা বাজারে ৭ই মার্চ বুধবার দুপুরে সরকারের নির্ধারিত ১০টাকা কেজি দরে চাল বিক্রির শুভ উদ্ধোধন করা হয়েছে। তেতুলতলা বাজারে ডিলার লুৎফর রহমানের দোকান থেকে চাল বিক্রির শুভ উদ্ধোধন করেন, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ এ,কে,এম ফজলুল হক। এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য আয়শা সিদ্দিকি রুপালী সহ চাল ক্রেতারা। এমপি বলেন, এ সরকার গরীব বান্ধব সরকার, যার জমি আছে, ঘর নেই, সরকার তাকে ঘর দিচ্ছে। তিনি আরো বলেন, এ সরকারের সময় কেহ না খেয়ে মরবে না। ১০ টাকা কেজি দরে চাল দিয়ে সরকার ভর্ত্তুকি দিচ্ছে বলে নৌকা প্রতিকে ভোট চেয়ে জননেত্রী শেখ হাসিনাকে পুণরায় প্রধানমন্ত্রী হিসাবে দেখার আহবান রাখেন সমবেত জনতার প্রতি ।