চলচ্চিত্রতথ্য-প্রযুক্তিমিডিয়া দেশ-বিদেশ

এই প্রথম চার ভাষার ওয়েব সিরিজে অন্তু করিম

বাংলা, ইংরেজি, ফ্রেঞ্চ ও আরবী এই চার ভাষায় কনটেক্স জি ফিল্মস এর ব্যানারে অনিক কান্তি সরকারের পরিচালনায় নির্মিত হচ্ছে একশন-থ্রিলারধর্মী ওয়েব সিরিজ ‘দ্য প্রটেকটর’। গল্পের কেন্দ্রীয় চরিত্র সাজিদ খানের নামভূমিকায় দেখা যাবে জনপ্রিয় তারকা অন্তু করিমকে। রবিবার অন্তর্জালে পোস্টার উন্মুক্ত করার পর থেকেই দর্শক মহলে আলোচনায় চলে আসে ওয়েব সিরিজটি।
পরিচালক অনিক কান্তি সরকার আমাদের জানান, ‘আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশেকে প্রতিনিধিত্ব করছি। গল্পটাও চমৎকার, তাই চাপটাও খুব বেশি। সবাই অনেক পরিশ্রম করছে, আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করছি, তাই নির্মানে কোন খুঁত রাখতে চাই না। আশা করি বাংলাদেশসহ আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা পাবে দ্য প্রটেকটর’।
‘দ্য প্রটেকটর’ এর গল্প লিখেছেন অনিক কান্তি সরকার ও নোমান হোসেন। গল্পটিতে দেখানো হচ্ছে ২০২০ সালের এক উন্নয়নশীল বাংলাদেশকে, সে সময় বাংলাদেশকে অস্থিতিশীল করতে চক্রান্ত করছে বহির্বিশ্বের কিছু কুচক্রী মহল। ওদের চক্রান্তের সাথে ঘটনাক্রমে জড়িয়ে পরে সাজিদের পুরো পরিবার। ধুন্ধুমার একশন আর রহস্যে ভরপুর এই গল্পের জট খুলবে খুব শীঘ্রই।
এ প্রসঙ্গে অন্তু করিম বলেন, ‘এই প্রথম নিজের মনের মতো একটা গল্প পেয়েছি, এত দিন হয়তো এমন একটা গল্পের অপেক্ষায় ছিলাম। সাজিদ চরিত্রটি একটু অন্যরকম, অনেক বেশি চ্যালেঞ্জিং। অনেক ঝুঁকিপূর্ণ স্টান্ট করতে হচ্ছে, তবে কাজটাকে বেশ উপভোগ করছি। আমার সকল পরিশ্রম সার্থক হবে যদি দর্শকদেরকে একটা ভালো কাজ উপহার দিতে পারি। আশাকরি এক অন্য রকম অন্তু করিমকে আপনারা পর্দায় খুঁজে পাবেন’।
খুব শীঘ্রই অন্তর্জালে মুক্তিপাচ্ছে ‘দ্য প্রটেকটর’ এর ফার্স্ট লুক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button