দুটি বৈশাখী কবিতা – সামসুন্নাহার ফারুক
ঝড়ের কাব্য তুমি
স্বপ্নের স্বর্গবাসে
ইচ্ছের স্বাধীন সর্বনাশে
আবেগের অদম্য নেশায়
আমাকে ভাসিয়ে নিও
উৎসবের অনুরঞ্জিত পেয়ালায়
ঝড়ো হাওয়ার অস্থির যৌবনে
আকস্মিক প্রলয়ের দুর্বিনীত আলিঙ্গনে
ছড়িয়ে ছিটিয়ে সৃষ্টির সংলাপ
কুহকী ইন্দ্রজালে বিকিরণ করো
রুদ্রময় তেজোদীপ্ত আগ্নেয় উত্তাপ
পরিযায়ী মেঘেদের উড়াল ডানায়
অনুচ্চারিত শব্দাবলীর বিপুল বৈভব
সম্ভাবনার রঞ্জক সমৃদ্ধ রসায়নে
পবিত্রতার সবিশুদ্ধ অনুভব
বিজলী ঝিলিকে ভারত নাট্যম মুদ্রায়
প্রমত্ত বাতাসের ঘূর্ণিনাচন
চৌচির মৃত্তিকায় জলতরঙ্গ বেহাগ
কালিক লিপিতে ঝড়ের কাব্য তুমি
বজ্রবিদ্যুৎ প্রকম্পিত অবিনাশী বৈশাখ ।
বৈশাখে নাই বা খেলে ইলিশ
বোশেখ এলেই কেন তোদের
খেতে হবে ইলিশ
এত দামের মাছগুলো সব
কেমন করে গিলিস ?
ক’দিন বাদেই ছাড়বে ওরা
ল হাজার ডিম
ছাড়বে পোনা বাড়বে ইলিশ
বৃষ্টিতে রিমঝিম
বিদেশ থেকে আনবে ওরা
কত কত টাকা
সেই টাকাতে ঘুরবে দেশের
অর্থনীতির চাকা
তাই তো বলি বোশেখ এলেই
নাই বা খেলাম ইলিশ
এই কথাটি শুনে ইলিশ
হাসে খিলিশ খিলিশ।