ধর্ম

রমজানে রহমত ও কল্যাণ লাভে যে দোয়া করবেন

১৪৩৯ হিজরির ১৯ রমজান । এ দশকে আল্লাহ তাআলা মুমিন বান্দার সব গোনাহ মাফ করে দেন।

রহমত বরকত মাগফেরাতের পাশাপাশি দান করেন জাহান্নামের আগুন থেকে নাজাত।

মাগফেরাতের মাধ্যমে মুমিন মুসলমান চায় তার মনের একান্ত আশা-আকাঙ্ক্ষাগুলো পরিপূর্ণ করতে। আর সেজন্যই রমজানের কল্যাণ লাভে তুলে ধরা হলো একটি দোয়া-

উচ্চারণ : আল্লাহুম্মা ওয়াফ্‌ফার ফিহি হাজা মিন বারাকাতিহি; ওয়া সাহ্‌হিল সাবিলি ইলা খায়রাতিহি; ওয়া লা তাহরিমনি ক্বুবুলা হাসানাতিহি; ইয়া হাদিয়ান ইলাল হাক্কিল মুবিন।

অর্থ : হে আল্লাহ! আমাকে এ মাসের বরকতের অধিকারী কর। এর কল্যাণ অজর্নের পথ আমার জন্য সহজ করে দাও। এ মাসের কল্যাণ লাভ থেকে আমাকে বঞ্চিত করো না। হে সুস্পষ্ট সত্যের দিকে পথ-নির্দেশকারী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button