বৃষ্টিস্নাত বিকেল /ফরিদা আক্তার
আকাশ থেকে ঝরছে
ফোঁটা ফোঁটা জল।
জানালার পাশে দাঁড়িয়ে
বৃষ্টি ছুঁয়ে দেখি।
বাইরের রিমঝিম বৃষ্টি
রোমান্টিক পরিবেশ করেছে সৃষ্টি
বৃষ্টির ছোঁয়ায় গাছের পাতাগুলো
কি অপূর্ব রূপে দুলছে।
বিঝলীর ঝলকানিতে তোমার রূপ যেন
আরও বেশি বেশি চমকাচ্ছে।
যেন মেঘের ঘর্ষণে নয়
তোমার রূপেই চমকাচ্ছে চারপাশ ।
সামনের বাগানের ফুলগুলো
যেন বেশি সুগন্ধ ছড়াচ্ছে আজ।
মন চায় ভালবাসায়, হয় মাখামাখি।
বিশটি গোলাপ গাছে
একুশটি ফুল ফুটেছে
একটি গাছে দুটি ফুল কাছাকাছি
ঠিক যেভাবে তুমি আমি দাঁড়িয়ে আছি।
মন চায় তোমাকে হারাতে ।
বৃষ্টি ধারায় হাত ভিজিয়ে
যেন আগুন লাগল দেহে।
তোমাকে টেনে নিই আরো কাছে
যেন যমুনার তীরে রাধা কৃষ্ণের বিলাস।
বৃষ্টির এই শীতল দিনে
তৃষ্ণা জাগে মনে
উত্তাপ বারে দেহ মনের গহীনে।
আরো নিবিড় হয়ে তুমি হৃদয়ে লুকাও
মুখ দেখো না লাজে।
গোলাপের সুবাস গায়ে মাখি টেনে নাও তোমার ভুবনে।