নবীগঞ্জ সংবাদ
নবীগঞ্জে দিনারপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার দিনারপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দিনারপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে । গতকাল শনিবার সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিভিন্ন এলাকার অভিভাবকগণ ভোট প্রয়োগ করেন। রাত ৮ টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন। নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৮ জন ও মহিলা অভিভাবক সদস্য পদে ২ জন অংশগ্রহণ করেন। এতে অভিভাবক সদস্য পদে ৪ জন ও মহিলা অভিভাবক সদস্য পদে ১ জন বিজয়ী হয়েছেন। অভিভাবক সদস্য পদে বিজয়ী হয়েছেন জমশেদ আলী(হরিণ) প্রতীকে প্রাপ্ত ভোট ৫৩১,শফিউল আলম বজলু(দোয়াতকলম) প্রতীকে ভোট প্রাপ্ত ভোট ৫১১,গোলাম ইজদানী শামীম(মই) প্রতীকে প্রাপ্ত ভোট ৪৩১,গোলাম মর্তুজা স্বপন (ফুটবল) প্রতীকে প্রাপ্ত ভোট হচ্ছে ৩৯৭। মহিলা অভিভাবক সদস্য পদে বিজয়ী হয়েছেন মোছাঃ সাফিয়া ইয়াছমিন(পদ্মফুল) প্রতীকে প্রাপ্ত ভোট ৫৬৯। নির্বাচন চলাকালীন সময় ভোটকেন্দ্র পরিদর্শন করেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি এডভোকেট আবুল ফজল,নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও গজনাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল,সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য এডঃ সুলতান মাহমুদ,দেবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এডঃ মাসুম আহমেদ জাবেদ,উপজেলা শ্রমিকদলের সভাপতি মোর্শেদ আহমদ,উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী রিপন,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ আহমদ আজাদ,সাবেক সহ সভাপতি এম মুজিবুর রহমান,এম এ মুহিত,আলী হাছান লিটন,তাজুল ইসলাম,আশরাফুল ইসলাম,এস এম আমীর হামজা প্রমুখ ।
নবীগঞ্জ কানাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায়ী সভা অনুিষ্টত
নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ নবীগঞ্জ পৌরসভার কানাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর সমাপনী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্টান গত বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের মিলানায়তনে অনুষ্টিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রজেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল। অনুষ্টানে বক্তব্য রাখেন,বিদ্যালয়ের শিক্ষিকা শুক্লা পাল,শিক্ষিকা অঞ্জলী রানী দাশ, শিক্ষিকা হাসনা খানম, শিক্ষিকা জবা রানী দাশ, নয়ন দাশ,আল্পনা আক্তার প্রমূখ। অনুষ্টানের শুরুতে কোরআন তেলওয়াত করে বিদ্যালয়ের ছাত্র রুবেল মিয়া,গীতা পাঠ করে বিদ্যালয়ের ছাত্রী সুষ্মিতা গোপ। পরে ২৯ জন পরীক্ষার্থীদের মাঝে বিদ্যালয়ের পক্ষ থেকে পরীক্ষার প্রবেশপত্র ও পরীক্ষার অন্যান্য উপকরন প্রদান করা হয়।