ভালুকায় নৌকার বিশাল বিজয়

প্রতিনিধি ভালুকা, (ময়মনসিংহ) ঃ ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ ১১ ভালুকা আসনে মহাজোট মনোনীত নৌকার প্রার্থী আলহাজ কাজিম উদ্দীন আহম্মেদ ধনু বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
রোববার সারাদিন ভালুকা পৌর এলাকা সহ উপজেলার ১১ টি ইউনিয়নের ১০২টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামাল ও উপজেলা নির্বাচন কমিশনের দেয়া তথ্যমতে একটি পৌরসভা ও ১১ টি ইউনিয়নে মোট ১০২ টি কেন্দ্রে শান্তিপুর্ণ ভোট অনুষ্ঠিত হয়েছে। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৫৮৮ জন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী আলহাজ কাজিম উদ্দীন আহম্মেদ নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ২ লাখ ২২ হাজার ২৪৮ ভোট, নিকটতম প্রতিদন্দী ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপি প্রার্থী ফখর উদ্দীন আহম্মেদ বাচ্চু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৮৯৬ ভোট। এছারা জাকের পার্টি মনোনীত নাজমা আক্তার গোলাপফুল প্রতীকে পেয়েছেন ৮৭৭, ইসলামী আন্দোলন মনোনীত আমান উল্লাহ সরকার হাতপাখা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯৪১ ভোট।