ভালুকায় বই উৎসব

নিজস্ব সংবাদদাতা ভালুকা ময়মনসিংহ ০১ জানুয়ারী:
নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার ছাত্র ছাত্রীরা আনন্দে মাতোয়ারা । বই উৎসব উদ্ভোধন করেন নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ কাজিম উদ্দিন আহমেদ ধনু মঙ্গলবার সকালে ভালুকা পাইলট উচ্চবিদ্যালয়ের মুক্ত মঞ্চে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ গোলাম মোস্তফা , পৌর মেয়র ডাঃ একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম , ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মনিরা সুলতানা মনি , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চান মিয়া , আশেক উল্লাহ চৌধুরী প্রমুখ ।
এদিকে উপজেলার হবিরবাড়ীতে সাহেরা নায়েব ল্যাবরেটরি স্কুলে বই উৎসবে শিক্ষার্থীদের মাঝে বই তুলে দেন বিশিষ্ঠ আওয়ামীলীগ নেতা আলহাজ আবুল কালাম আযাদ। এ সময় স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক নুর মোহাম্মদ সরকার সাগর সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।