এলজিআরডি মন্ত্রীর দায়িত্ব পেলেন মোঃ তাজুল ইসলাম
ভালুকা নিউজ ডট কম: নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন সোমবার। রোববার বিকাল সাড়ে ৪টায় নতুন মন্ত্রিসভা ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য মোঃ তাজুল ইসলাম নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন।তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রীর দায়িত্ব পেলেন। এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাকে ফোন করে এ তথ্য জানানো হয়।
মোঃ তাজুল ইসলাম বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. তাজুল ইসলাম টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়ে হ্যাটট্রিক করেছেন। এ নিয়ে তিনি চতুর্থবারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলেন।
কুমিল্লা ৯ আসন থেকে এবার তিনি ২ লক্ষ ৭০ হাজার ৬০২ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির কর্নেল (অবঃ) আনোয়ারুল আজিম ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১১ হাজার ৩০৯ ভোট।