ভালুকায় বন হতে কিশোরের লাশ উদ্ধার
ফয়জুন্নাহার সুলতানা প্রতিনিধি ভালুকা(ময়মনসিংহ) ১৮ ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যায় ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের মরচি গ্রামে গজারী বন হতে আমিরুল ইসলাম (১৬) নামে এক কিশেরের লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। পুলিশের ধারনা অতিরিক্ত নেশা নেওয়ার কারনে তার মৃত্যু হতে পারে। এলাকাবাসী জানায় ওই গ্রামের মোস্তফার ছেলে আমিরুল গত ১৬ ফেব্রুয়ারী শনিবার দুপুরে বাড়ী থেকে বের হয়ে রাতে বাড়ী ফিরেনি। তাকে অনেক খোজাখোজি করে কোথাও পাওয়া যায়নি। সোমবার বিকালে গ্রামের মহিলারা গজারী বনে শুকনো পাতা কুড়াতে গিয়ে লাশ পরে থাকতে দেখে এলাকায় খবর দেয়। পরে নিহতের পিতা লাশ সনাক্তের পর থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে । এলাকাবাসী জানায় ছেলেটি নেশাসক্ত ছিলো। মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান লাশের সাথে ইন্ডিয়ান ব্রান্ডের ঘাম পাওয়া গেছে সম্ভবত নেশা করেই তার মৃত্যু হতে পারে।