ভালুকা উপজেলাভালুকা পৌরসভাসারা দেশসারা ভালুকা
ভালুকায় নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় ৩১মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বচনী যথাযথ দ্বায়িত্ব পালন করীদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৯ মার্চ) দিনব্যাপী ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হয়। দিনব্যাপী ওই প্রশিক্ষণ কর্মশালায় বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামাল, জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার দেওয়ান মোহাম্মদ সরোয়ার, ভালুকা মডেল থানার ওসি ফিরোজ তালুকদার, অতিরিক্তি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা নির্বাচন কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ।